দক্ষিণবঙ্গে ‘হিন্দু বাঁচাও আন্দোলন’-এর ডাক দিলেন গোবিন্দ প্রামাণিক

5 days ago
VIEWS: 413

হেমন্ত দাস,নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব, নিরাপত্তা ও ন্যায্য অধিকার রক্ষার দাবিতে ‘হিন্দু বাঁচাও আন্দোলন’-এর ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত আন্দোলন ছাড়া এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়।

এই আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব গণেশ পাগলের সেবাশ্রম প্রাঙ্গণে এক বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে দল-মত, সংগঠন ও মতাদর্শ নির্বিশেষে সর্বস্তরের হিন্দু জনগোষ্ঠীর অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “এটি কোনো একক সংগঠনের কর্মসূচি নয়; এটি হিন্দু সমাজের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকল সনাতনী ভাই-বোনদের উপস্থিত হয়ে এই আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, ভীতি ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিনের।

এসব সমস্যার স্থায়ী সমাধান ও ন্যায্য দাবিগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতেই এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশে ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনাও নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি চলছে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ব্যাপক উপস্থিতি ও সংহত অংশগ্রহণ এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে এবং হিন্দু সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন