
কলকাতার পথে Iskcon গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ — মুম্বাই এয়ারপোর্ট থেকে পবিত্র যাত্রা.
দুরন্ত কুমার সাহা :গোপালগঞ্জ প্রতিনিধি :
ভক্তবৃন্দের প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ আজ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রা তাঁর ধারাবাহিক ধর্মপ্রচার, শিষ্যসমাজের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুম্বাই এয়ারপোর্টে যাত্রার পূর্বমুহূর্তে উপস্থিত ভক্তরা গুরুমহারাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হরিনাম কীর্তনে অংশ নেন। গুরুদেবের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই পবিত্র পরিবেশে। গুরুমহারাজ সংক্ষিপ্ত আশীর্বচনে ভক্তদের নিত্যভক্তি, সাধনা ও সেবামনোভাব দৃঢ় রাখার আহ্বান জানান।
কলকাতায় পৌঁছে গুরুমহারাজ বিভিন্ন ধর্মীয় সভা, দীক্ষা ও ভক্তদের সঙ্গে সাক্ষাতে অংশ নেবেন বলে জানা গেছে। তাঁর এই সফর ভক্তসমাজের জন্য এক মহা আশীর্বাদস্বরূপ, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তিধারাকে আরও বিস্তৃত ও দৃঢ় করবে।
গুরুদেবের নিরাপদ যাত্রা ও সফল সফরের জন্য সমগ্র ভক্তবৃন্দ একযোগে প্রার্থনা জানাচ্ছেন।