
মিরসরাইয়ের জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে ১৮–১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী মহোৎসব
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীনতম উপাসনালয় জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ ইং (২ ও ৩ পৌষ ১৪৩২ বাংলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন যজ্ঞ ও সর্বজনীন মহোৎসব।
জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব উদযাপন কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বাবু সৌরভ সাহা (দামপাড়া, চট্টগ্রাম)। একই দিন রাত ৮টা থেকে অধিবাস কীর্তন পরিবেশন করবেন কীর্তনীয়া গৌপি গোস্বামী। ভক্তদের অংশগ্রহণে প্রথম দিনের আয়োজনের মধ্য দিয়েই মহোৎসবের সূচনা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ব্রহ্মমুহূর্ত থেকে শুরু হবে অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন যজ্ঞ। এদিন নামসুধা বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে। নামসংকীর্তনে অংশ নেবে দেশের বিভিন্ন জেলার খ্যাতনামা কীর্তন সম্প্রদায়—শ্রী কৃষ্ণ পূজা সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী দুর্গা সম্প্রদায় (পটুয়াখালী), শ্রী রাখাল সম্প্রদায় (বরিশাল) এবং শ্রী দ্বাদশ গোপাল সম্প্রদায় (বরিশাল)। দুপুর ২টায় ঘটিকায় মহাপ্রসাদ আশ্বাদনের আয়োজন রাখা হয়েছে।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি প্রখর কুমার দে ও সাধারণ সম্পাদক কালাচাঁন দে HindusNews-কে জানান, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী জামালপুর শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের এই অষ্ট প্রহরব্যাপী নামসংকীর্তন ও মহোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল নিদর্শন। ধর্মীয় শালীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
তাঁরা আরও বলেন, এই মহোৎসব ভক্তদের মধ্যে ভক্তি, মানবিকতা ও সামাজিক সৌহার্দ্যকে আরও দৃঢ় করবে বলে তাঁদের বিশ্বাস। ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীসহ উপস্থিত থেকে মহোৎসবকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা।