
সুদানে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার ঢাকায় পৌঁছাবে
HindusNews ডেস্ক :
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাঁদের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (১৭ ডিসেম্বর) আইএসপিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় প্রাথমিকভাবে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে।
আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন বাকি সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সুদানে দায়িত্ব পালনকালে গত ১৩ ডিসেম্বরের ওই নৃশংস হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হন।
আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অবদান এবং শান্তিরক্ষীদের আত্মত্যাগে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও সম্মান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।