
১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার হেঁটে অনন্য নজির গড়লেন চা বাগানের সন্তান নয়ন চাষা
শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
অদম্য ইচ্ছাশক্তি, মানসিক দৃঢ়তা আর শারীরিক সক্ষমতার এক অনন্য নজির স্থাপন করলেন মৌলভীবাজারের তরুণ নয়ন চাষা। টানা ১৪ ঘণ্টা পায়ে হেঁটে তিনি অতিক্রম করেছেন ৬৩ কিলোমিটার পথ। চা বাগানের এই সন্তানের এমন কীর্তিতে উচ্ছ্বসিত পুরো এলাকাবাসী।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের সন্তান নয়ন। জানা যায়, দীর্ঘ এই ১৪ ঘণ্টার হাঁটার পথ মোটেও সহজ ছিল না। প্রতিটি কিলোমিটার ছিল চ্যালেঞ্জে ভরা। তবুও লক্ষ্য থেকে একচুলও বিচ্যুত হননি তিনি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই তিনি ৬৩ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের নাম লিখিয়েছেন অনন্য অর্জনের তালিকায়।
এই সাফল্য শুধু নয়ন চাষার ব্যক্তিগত গৌরব নয়, বরং গাজীপুর চা বাগান ও কুলাউড়া উপজেলার জন্যও এক বিরাট গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, নয়নের এই অর্জন এলাকার নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সাহসী হতে অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব, নয়ন চাষা যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।