
পঞ্চগড়ে যমজ দুই বোনের বাজিমাৎ: একসঙ্গেই সুযোগ পেলেন মেডিকেলে
নিজস্ব প্রতিবেদক, দেবীগঞ্জ (পঞ্চগড়):
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক অনন্য নজির স্থাপন করেছেন যমজ দুই বোন—পুজা রানী রায় ও পলি রানী রায়। সদ্য প্রকাশিত এমবিবিএস (মেডিক্যাল) ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তারা দুজনেই সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। একসঙ্গে দুই বোনের ডাক্তার হওয়ার সুযোগ পাওয়ার খবরে পরিবারসহ পুরো এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
গত ১৪ ডিসেম্বর প্রকাশিত মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফলে জানা যায়, পুজা রানী রায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজে এবং পলি রানী রায় নীলফামারী মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
সফল এই দুই শিক্ষার্থীর বাড়ি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগের হাট এলাকায়। তাদের পিতা ভূপেন্দ্র নাথ রায় পেশায় একজন কৃষক এবং মাতা শান্তনা রানী মহন্ত বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন পুজা ও পলি। কৃষক বাবা ও স্কুলশিক্ষিকা মায়ের অক্লান্ত পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনায় তারা এই সাফল্য অর্জন করেছেন।
একযোগে দুই বোনের মেডিকেলে চান্স পাওয়ার খবরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, পড়াশোনা শেষ করে ভালো চিকিৎসক হয়ে তারা এলাকার তথা দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।