২০ বছর পর ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

5 days ago
VIEWS: 132

HindusNews ডেস্ক :

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০০৫ সালে অনুষ্ঠিত ২৭তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে প্রথম পর্যায়ে ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে বেতন-ভাতা পাবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ক্যাডার অনুযায়ী পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যা প্রয়োজনে সরকার অনূর্ধ্ব আরও দুই বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশকালীন সময়ে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে, কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। তবে নির্ধারিত সব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণে যোগদানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে। পাশাপাশি একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। বন্ডের শর্ত অনুযায়ী, কেউ যদি শিক্ষানবিশকালীন সময়ে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালীন প্রদত্ত বেতন-ভাতা, ভ্রমণভাতা ও অন্যান্য সুবিধাসহ প্রশিক্ষণে ব্যয়িত সমুদয় অর্থ সরকারকে ফেরত দিতে বাধ্য থাকবেন।

এ ছাড়া চাকরি থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক ইস্তফা গৃহীত হওয়ার আগে দায়িত্বে অনুপস্থিত থাকলে, বিধি অনুযায়ী সরকারের প্রাপ্য অর্থ আদায় করা হবে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি হয়েছিল, সেই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। তবে এর ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

দীর্ঘ ২০ বছর পর ২৭তম বিসিএসের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন