অনন্ত অম্বানীর উপহার: মেসির হাতে ১০ কোটিরও বেশি দামের বিরল ঘড়ি, নেটদুনিয়ায় আলোচনার ঝড়

4 days ago
VIEWS: 59

HindusNews ডেস্ক :

ভারত সফর শেষে বার্সেলোনায় ফিরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিয়োনেল মেসি। তবে তাঁর এই সফরের একটি বিশেষ মুহূর্ত এখনও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। মুকেশ অম্বানীর আমন্ত্রণে নির্ধারিত সূচি বদলে মেসি দিল্লি থেকে গুজরাতের জামনগরে যান এবং অনন্ত অম্বানীর স্বপ্নের প্রকল্প ‘বনতারা’ পরিদর্শন করেন। সেখানেই অনন্ত অম্বানীর আতিথেয়তায় অংশ নিয়ে তিনি তাঁর ভারত সফর শেষ করেন।

‘বনতারা’ সফরের সময় মেসির সঙ্গে ছিলেন আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো দি পল এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ়। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অনন্ত অম্বানী ও তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট। সফরের শেষ পর্যায়ে অনন্ত অম্বানী মেসিকে একটি বিশেষ ঘড়ি উপহার দেন, যা নিয়ে এখন সমাজমাধ্যমে চর্চা তুঙ্গে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, গণেশ মূর্তির সামনে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন মেসি ও অনন্ত অম্বানী। সেই ছবিতেই সকলের নজর কেড়েছে মেসির হাতে থাকা সাদা রঙের বিলাসবহুল ঘড়িটি। উল্লেখযোগ্য বিষয় হল, সফরের শুরুতে মেসির হাতে কোনও ঘড়ি দেখা যায়নি, কিন্তু সফরের শেষ দিকে একাধিক ছবিতে এই ঘড়িটি স্পষ্টভাবে চোখে পড়ে।

সূত্রের খবর অনুযায়ী, মেসিকে উপহার দেওয়া ঘড়িটি রিচার্ড মিল সংস্থার আরএম ০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলিয়ান এশিয়া এডিশন। এই ঘড়ির বাজারমূল্য আনুমানিক ১০ কোটি ৯০ লক্ষ টাকা। বিশ্বের মাত্র ১২টি এমন ঘড়ি তৈরি করা হয়েছে, যা একে আরও বিরল ও মূল্যবান করে তুলেছে। ঘড়িটি ডুয়াল টাইম ইন্ডিকেটর হওয়ায় একসঙ্গে দুটি সময় দেখানো যায়। এর বেসপ্লেট তৈরি হয়েছে টাইটানিয়াম দিয়ে এবং কালো কার্বন কেসে ঘড়িটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ৩৮ মিলিমিটার ব্যাসের এই ঘড়িটি মূলত ফর্মুলা ওয়ান রেসিংয়ের জন্য বিশেষভাবে নকশা করা। নীল রঙের ডায়ালে কালো হরফে লেখা সংখ্যা ঘড়িটিকে দিয়েছে আধুনিক ও অভিজাত রূপ।

বিশেষজ্ঞদের মতে, এই ঘড়ি শুধুমাত্র সময় দেখানোর যন্ত্র নয়, বরং এটি আধুনিক ঘড়ি নির্মাণশিল্পের এক অনন্য নিদর্শন। প্রযুক্তি, নকশা ও বিলাসিতার মেলবন্ধনে তৈরি এই ঘড়ি বিশ্বের অভিজাত মহলে অত্যন্ত সমাদৃত।

অনন্ত অম্বানীর এই উপহারকে অনেকেই ভারতীয় আতিথেয়তা ও সৌজন্যের প্রতীক হিসেবে দেখছেন। আবার উপহারের বিরলতা ও বিপুল দামের কারণে নেটদুনিয়ায় বিস্ময় ও কৌতূহল দুটোই তৈরি হয়েছে। সব মিলিয়ে, ‘বনতারা’ সফর এবং এই বিশেষ উপহার মেসির ভারত সফরকে আরও স্মরণীয় করে তুলেছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন