নিরাপত্তাজনিত কারণে আজ রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

4 days ago
VIEWS: 76

‎দীপঙ্কর রায় স্টাফ রিপোর্টার:

‎চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) বন্ধ রাখা হয়েছে।

‎ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশ-এর (IVAC Bangladesh) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজকের জন্য রাজশাহী ও খুলনা IVAC-এর সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

‎তবে অন্যান্য কেন্দ্র স্বাভাবিকভাবে চালু থাকবে কি না, সে বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

‎ভিসা আবেদনকারীদের পরবর্তী আপডেটের জন্য নিয়মিত IVAC-এর অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন