
৭ দিন ধরে নিখোঁজ জগন্নাথপুরের কিশোর আকাশ দেবনাথ, পরিবারে চরম উৎকণ্ঠা
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে আকাশ দেবনাথ (১৬) নামে এক কিশোর। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ আকাশ দেবনাথ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও (গুচ্ছ গ্রাম) গ্রামের বাসিন্দা। সে কলকলিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জয়ন্তী দেবীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আকাশ দেবনাথ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে, আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত গত ৬ ডিসেম্বর আকাশের মা জয়ন্তী দেবী জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি সূত্র অনুযায়ী, জগন্নাথপুর থানার জিডি নং-২১২, তারিখ-০৬/১২/২০২৫ ইং এবং জিডি ট্র্যাকিং নং- 2MXF71।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আকাশ দেবনাথের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, “নিখোঁজ কিশোর আকাশ দেবনাথের সন্ধানে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।”
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আকাশ দেবনাথ (১৬)-এর কোনো খোঁজ পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে তার মা জয়ন্তী দেবীর মোবাইল নম্বর ০১৭৭৫৩৮৪৭০২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আকাশ দেবনাথের সুস্থ ও নিরাপদে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন।