
দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার প্রস্তুতি বিষয়ে বাঁশখালী উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
জয় দাশ,চট্টগ্রাম প্রতিনিধি :
আগামী ২৩ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. খালেদ সাইফুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুম্ভমেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার আয়োজিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন কুম্ভমেলা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শ্রী অনুপম বিশ্বাস, সদস্যসচিব শ্রী চন্দ্রশেখর মল্লিক, অর্থ সচিব শ্রী তড়িৎ কান্তি গুহ, অ্যাডভোকেট ভূপাল কান্তি গুহ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি শ্রী চন্দন দাশ, বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ, সাধারণ সম্পাদক শ্রী ঝুন্টু কুমার দাশ এবং কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ—দিলীপ দত্ত, দোলন দাশ প্রমুখ।
সাক্ষাতে মেলা সফলভাবে আয়োজন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।