
ভক্তি ও আধ্যাত্মিক চেতনায় হলিডে ট্যুর এন্ড ট্রাভেলসের তীর্থ ভ্রমণ
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা, দিনাজপুর প্রতিনিধি:
সনাতন ধর্মের চিরায়ত ভাবধারা, আধ্যাত্মিক সাধনা ও ঈশ্বরসান্নিধ্য লাভের লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার, একটি ধর্মীয় তীর্থ ভ্রমণের আয়োজন করেছে হলিডে ট্যুর এন্ড ট্রাভেলস। এই তীর্থ ভ্রমণ কেবল একটি ভ্রমণ কার্যক্রম নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি ও অন্তরজাগরণের এক পবিত্র যাত্রা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক অস্থিরতার মাঝে তীর্থযাত্রা মানুষের হৃদয়ে শান্তি, সংযম ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও পুণ্যভূমি হিসেবে পরিচিত কয়েকটি মন্দিরে এই তীর্থ ও মন্দির পরিক্রমার আয়োজন করা হয়েছে।
তীর্থ ভ্রমণের অংশ হিসেবে ভক্তরা পরিদর্শন করবেন—
শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, মধ্যরামচন্দ্রপুর, পলাশবাড়ী, গাইবান্ধা;
মহাতীর্থ শ্রী শ্রী জয় মা কালী মন্দির, করতোয়াপাড়া, পলাশবাড়ী, গাইবান্ধা;
কেন্দ্রীয় কালী মন্দির, পার্বতীপুর, দিনাজপুর।
এ প্রসঙ্গে হলিডে ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক জয়ন্ত চন্দ্র দেবশর্মা বলেন,
> “তীর্থ ও মন্দির পরিক্রমা মানুষের জীবনে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধির এক পবিত্র সাধনা। প্রতিটি পরিক্রমায় ভক্ত ধাপে ধাপে ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করেন। এই উদ্যোগ ভক্তদের অন্তরে শান্তি, বিশ্বাস ও মানবিক মূল্যবোধ আরও গভীরভাবে প্রতিষ্ঠা করবে।”
সহকারী পরিচালক অভিজিৎ রায় বলেন,“প্রতিটি মন্দির পরিক্রমা মানুষের আত্মার প্রশান্তি ও ভক্তি জাগ্রত করার এক অনন্য সুযোগ। আমরা আশা করি, এই তীর্থ যাত্রা অংশগ্রহণকারীদের হৃদয়ে ঈশ্বরের আশীর্বাদ ও আনন্দের অনুভূতি গভীরভাবে প্রতিষ্ঠা করবে।”
তীর্থ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য আগ্রহীদের অফিসিয়াল নম্বর ০৯৬৩৮১৫১২০৯ (কল) এবং ০১৭০৭৪৩২৮০৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, হলিডে ট্যুর এন্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক ভ্রমণ আয়োজনে বিশ্বাস, নিষ্ঠা ও অভিজ্ঞতার সঙ্গে কাজ করে আসছে।