
ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে গণপিটুনি ও অগ্নিসংযোগ! স্থানীয় হিন্দু সমাজে আতঙ্ক
HindusNews ডেস্ক :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক হিন্দু যুবক হত্যা করা হয়েছে । হামলার একপর্যায়ে অর্ধমৃত অবস্থায় তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তার পিতা রবি চন্দ্র দাশ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে হঠাৎ করে একদল উত্তেজিত মানুষ দিপুকে ঘিরে ধরে। অভিযোগের সত্যতা যাচাই বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সুযোগ না দিয়েই তাকে প্রকাশ্যে মারধর করা হয়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয়। মারধরের ফলে দিপু গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়লেও হামলাকারীরা থেমে থাকেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাছের সঙ্গে বাঁধা অবস্থাতেই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতার কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনার পর হবিরবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, অনেক পরিবার নারী ও শিশুদের নিয়ে আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মানবাধিকারকর্মীরা এই ঘটনাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, ধর্মীয় অনুভূতির অজুহাতে কাউকে প্রকাশ্যে হত্যা ও অগ্নিসংযোগ কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।