
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর
HindusNews ডেস্ক :
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকায় ডেইলি স্টারের কার্যালয়েও হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রাজধানীতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে একদল উত্তেজিত লোক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম আলোর অফিস প্রাঙ্গণে ভাঙচুরের দৃশ্য দেখা গেছে বলে জানা যায়।
সূত্রগুলো আরও জানায়, ওসমান হাদির ইন্তেকালের পর উদ্ভূত ক্ষোভ ও উত্তেজনাকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ জনতা প্রথম আলোর কার্যালয়ে হামলা চালায়। হামলার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়।
এছাড়া রাজধানীর আরেক স্থানে ডেইলি স্টারের কার্যালয়েও হামলা চালানো হয়। সেখানে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে উভয় ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় উপস্থিত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।