
চৌধুরীহাটের আকাশে রহস্যময় 'আগুনের গোলা', আতঙ্ক ও কৌতূহল তুঙ্গে: কী এই বস্তু?
নিজস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকল চৌধুরীহাট এলাকার বাসিন্দারা। আকাশের খুব কাছ দিয়ে একটি বিশালাকার 'আগুনের গোলা' উড়ে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তুটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছিল এবং কিছুক্ষণ পর অলৌকিকভাবে আকাশের বুকে মিলিয়ে যায়।
এলাকার বাসিন্দা বিপুল রায় এই ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শী। তিনি জানান, "আজ সন্ধ্যা ৭:৩০ নাগাদ হঠাৎ দেখি আকাশের খুব কাছ দিয়ে একটা আগুনের গোলার মতো জিনিস উড়ে যাচ্ছে। দৃশ্যটি এতটাই অদ্ভুত ছিল যে আমরা সবাই অবাক হয়ে যাই। কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি হঠাৎ গায়েব হয়ে যায়। জিনিসটা আসলে কী ছিল, তা আমরা কেউই বুঝতে পারছি না।"
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ একে 'উল্কাপাত' বলছেন, আবার কেউ বলছেন এটি কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ বা স্পেস ডেব্রি (Space Debris) হতে পারে। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় স্পেস-এক্স (SpaceX) এর স্টারলিংক স্যাটেলাইট বা রকেটের অংশবিশেষকেও এমন আগুনের গোলার মতো দেখা গিয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আপনারা কি আজ সন্ধ্যায় এমন কিছু দেখেছেন? বা আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার ও জানার সুযোগ