
দিনাজপুরের কাহারোলে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৬০ জন
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে খাবার গ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৬০ জন অতিথি।
ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। জানা গেছে, গৌরীপুর গ্রামের শ্রী লেবু রায়ের কন্যা সুইটি রানী রায়ের বিয়ের অনুষ্ঠানের পরদিন আত্মীয়-স্বজনদের জন্য আয়োজিত খাওয়া-দাওয়া শেষে একে একে অতিথিরা অসুস্থ হয়ে পড়েন।
আক্রান্তদের মধ্যে বৃদ্ধ, যুবক ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। অসুস্থদের মধ্যে ১৮ জনকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোগীদের স্বজনরা জানান, কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা জানান, বিয়ের অনুষ্ঠানের খাবার গ্রহণের পর হঠাৎ করে একের পর এক রোগী হাসপাতালে আসতে থাকেন। সকল রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।