আলিঙ্গনে আবদ্ধ ভক্তরা, গানের তালে তালে নৃত্যে মাতোয়ারা ভক্তরা

4 days ago
VIEWS: 65

‎তুর্য দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জে ৯ম বর্ষের ৮ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রীচৈতন্য যুব সংঘের আয়োজনে শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে শহরের জগন্নাথপুর এলাকার দুর্গা মন্দির প্রাঙ্গণে শুরু হওয়া এই মহোৎসবে ভক্তদের ব্যাপক জনসমাগম দেখা যায়।

‎নামসংকীর্ত্তনে পরিবেশন করেন অপু দেবনাথের পরিচালনায় বংশীধরী যুব সংঘ। কীর্ত্তনের তালে তালে ভক্তরা ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেককে গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করতেও দেখা যায়।

‎হরেকৃষ্ণ নামসংকীর্ত্তনে ভক্তবৃন্দ মাতোয়ারা হয়ে ওঠেন। হাতে থালি নিয়ে নাম জপ করেন অনেকে। আবেগে আপ্লুত হয়ে বহু ভক্ত একে অপরকে আলিঙ্গন করেন, অনেকের চোখে অশ্রু ঝরতে দেখা যায়।

‎অনুষ্ঠানে সভাপতি দুলাল বর্মন ও সাধারণ সম্পাদক সানন্দা বর্মন বলেন, ভক্তদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগ আমাদের আপ্লুত করেছে এবং ধর্মীয় সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

‎মহোৎসব ঘিরে পুরো মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় ভক্তি ও ধর্মীয় আবহে ভরপুর উৎসবমুখর পরিবেশ।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন