
একই চিতায় দাহ: বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, তিন বছরের অর্ধিক অনাথ
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইং দুপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারিনী চন্দ্র বর্মন (৩১) এবং তাঁর স্ত্রী ইতি রাণী রায় (২৯)। দুর্ঘটনাটি ঘটে বীরগঞ্জ–পীরগঞ্জ সড়কের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায়, যেখানে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি বিপরীতমুখী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তারিনী চন্দ্র বর্মন মারা যান। গুরুতর আহত ইতি রাণী রায় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তারিনী চন্দ্র বর্মন বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র নাথ বর্মনের ছেলে। স্ত্রী ইতি রাণী রায়ও একই এলাকার বাসিন্দা ছিলেন। তারিনী মহুগাও বাজারে কসমেটিকস দোকান পরিচালনা করতেন।
১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মহুগাও মহাশ্মশানে একই চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করেছেন। পুরো এলাকা শোক ও নীরবতার আবর্তে ডুবে আছে।
দুর্ঘটনায় তাদের তিন বছর বয়সী পুত্র শ্রী অর্ধিক বর্মন অনাথ হয়ে গেছে। শিশুটি এখনও মায়ের ডাক খুঁজছে এবং বোঝে না তার মা-বাবা আর নেই। স্থানীয়রা প্রার্থনা করছেন, “সৃষ্টিকর্তা যেন এই ছোট্ট শিশুটি ধৈর্য ও সাহস ধারণ করতে পারে।”
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনা ও নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।