
বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের ভেতর ভারতীয় চালকের মৃত্যু!
দীপঙ্কর রায় স্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস ইয়ার্ডে ভারতীয় ট্রাকচালক সানম তামাং নিহত হয়েছেন।
নিহত চালকের পরিচয় সনম তামাং (৩২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার সুকিয়া পোখরি থানার অন্তর্গত আমবোটে গ্রামের জাইমান তামাংয়ের ছেলে।
সানম তামাং ১৮ ডিসেম্বর (২০২৫) ভুটান থেকে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: WB 73C 8763) নিয়ে বুড়িমারী বন্দরে প্রবেশ করেছিল। রাতে তিনি ট্রাকের কেবিনে ঘুমিয়ে ছিলেন। ১৯ ডিসেম্বর সকালে অন্য চালকরা তাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের দরজা ভেঙে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।