ওসমান হাদীর আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা

4 days ago
VIEWS: 301

HindusNews ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক ও বেদনায় ঢাকা শহরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর গজাবার তারিখে রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে তাঁর আত্মার শান্তি কামনায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রার্থনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন একজন স্পষ্টভাষী ও সাহসী কণ্ঠস্বর, যিনি সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে কথা বলতেন। তাঁর আকস্মিক মৃত্যু শুধু একটি পরিবার নয়, বরং সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁরা এই মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিশেষ প্রার্থনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শহীদ শরিফ ওসমান হাদীর স্মৃতি ও আদর্শ ভবিষ্যতে মানুষকে ন্যায় ও সত্যের পথে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ওসমান হাদীর মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে তাঁর মৃত্যু নিয়ে শোকবার্তা ও ন্যায়বিচারের দাবি অব্যাহত রয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন