
মামলার সাক্ষী হওয়ায় হিন্দু যুবককে মারধর ও চাঁদা দাবি
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমিজমা সংক্রান্ত মামলার সাক্ষী হওয়ায় এক হিন্দু যুবককে মারধর, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনপির যুবদলের এক আহ্বায়কসহ একাধিক ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী অর্জুন কুমার দাশ (৩৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন চরশরৎ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি জমিজমা সংক্রান্ত মামলার সাক্ষী ছিলেন। সেই মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরেই তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকেল আনুমানিক পাঁচটার দিকে অর্জুন কুমার দাশ স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে সেখানে উপস্থিত হন মো. ইমাম উদ্দিন, নাসির উদ্দিন, মনিরুল ইসলামসহ আরও কয়েকজন। এ সময় তারা অর্জুনকে প্রশ্ন করেন, কেন তিনি মামলার সাক্ষী হয়েছেন। একপর্যায়ে অভিযুক্ত মো. ইমাম উদ্দিন—যিনি স্থানীয়ভাবে বিএনপির যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচিত—অর্জুনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে বলে অভিযোগ। এতে অর্জুন কুমার দাশ গুরুতর আহত হন। মারধরের পাশাপাশি তাকে মামলা করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর আহত অবস্থায় অর্জুন কুমার দাশ জোরারগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।