
লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ৩০তম গীতা স্কুলের শুভ উদ্বোধন
দীপঙ্কর বর্মণ, নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মীয় শিক্ষা ও প্রাচীন বেদিক জ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হলো লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। সনাতন সেবক সংঘ (SSS)-এর উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) উপজেলার পূর্বপাড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী হরে কৃষ্ণ হরে রাম মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সংগঠনটির ৩০তম গীতা স্কুল।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গীতা স্কুলের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ তিন দশক ধরে বেদ, উপনিষদ, শ্রীমদ্ভগবদগীতা এবং সনাতন ধর্মীয় শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করে আসছে সনাতন সেবক সংঘ। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই নতুন এই গীতা স্কুল চালু করা হলো বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সেবক সংঘের সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী লিপু চন্দ্র রায়, বিদ্যাপীঠ বিষয়ক সম্পাদক শ্রী বিশ্বনাথ বর্মন, সহ রক্ত বিষয়ক সম্পাদক শ্রী হীরা চন্দ্র রায়। অনুষ্ঠানে স্থানীয় হরে কৃষ্ণ হরে রাম মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিকতার চাপে যখন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়ে পড়ছে, তখন গীতা স্কুলের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশু ও কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সহনশীলতার চর্চা গড়ে তুলতেই এই গীতা স্কুল কাজ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, এই গীতা স্কুলে নিয়মিতভাবে গীতা পাঠের পাশাপাশি বেদিক ইতিহাস, সনাতন সংস্কৃতি ও নৈতিক শিক্ষার ওপর পাঠদান করা হবে। এর মাধ্যমে প্রাচীন বেদিক জ্ঞান সংরক্ষণ এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে শ্রীশ্রী হরে কৃষ্ণ হরে রাম মন্দিরের সকল ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন আয়োজকরা।