
আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে নাটকের শুভ মহরত চট্টগ্রাম মহানগরে অনুষ্ঠিত
জয় দাস, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর কুম্ভমেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৬ উপলক্ষে মঞ্চস্থ হতে যাওয়া নাটক "যুগবতার পরম পুরুষ 'অদ্বৈতানন্দ'"-এর শুভ মহরত অনুষ্ঠান।
নাটকটির মহরত অনুষ্ঠান উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দপুরী মহারাজ।
শ্রীগুরু সংঘের সহ-সভাপতি বাবু দেবাশীষ পালিত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহরত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি শ্রী রাজীব সিনহা। বক্তব্য দেন কুম্ভমেলা উদযাপন কমিটির সদস্যসচিব বাবু চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব বাবু তড়িৎ গুহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু চন্দন দাশ।
অনুষ্ঠানে মতবিনিময় করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস, বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ, দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কান্তি গুহ, নাট্য নির্দেশক শ্রী দেবাশীষ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদ ও কুম্ভমেলা কমিটির নেতৃবৃন্দ বাবু শুভঙ্কর দেব, বাবলা পাল, ছোটন দেব, অসীম পাল, রতন পাল, টুন্টু দাশ বিজয়, অসীম সুশীল, দীপক চৌধুরী, শিশির ঘোষ, পলাশ চৌধুরী সহ আরও অনেকে।
নাটকটির মধ্য দিয়ে ঋষিকুম্ভের আধ্যাত্মিক বার্তা ও ‘অদ্বৈতানন্দ’ মহাপুরুষের আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।