
ভালুকায় দীপু দাসের নির্মমভাবে হত্যার ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তীব্র নিন্দা , দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কথিত ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও লাশে আগুন দেওয়ার নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে ঐক্য পরিষদ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা এলাকায় দীপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টস শ্রমিককে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তাঁর মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যা মানবতা, আইন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের মব সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। ধর্ম অবমাননার অভিযোগকে অজুহাত করে কাউকে হত্যা করার অধিকার কারও নেই। এটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত এবং ধর্মীয় সহিংসতা উসকে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা।
ঐক্য পরিষদ আরও উল্লেখ করে, বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, অপরাধীরা অনেক ক্ষেত্রেই শাস্তি না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
প্রেস বিবৃতিতে অবিলম্বে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা রোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
উল্লেখ্য, দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।