
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও হামলার প্রতিবাদে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে আগামী ২০ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রচারিত একটি পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ‘দীপু চন্দ্র দাস’ নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো সরকারি বা স্বাধীন কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সমাবেশের আয়োজকেরা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা। তারা আরও বলেন, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনই তাদের মূল লক্ষ্য।