
ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহে ভারতীয় গুপ্তচরের সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক যুবকের নাম গোপাল বিশ্বাস। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে পৌরসভার সামনে একটি গার্মেন্টস বিপণিতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দোকানের মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলে জানা গেছে।
এ সময় গোপাল বিশ্বাস ঘটনাস্থলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এতে সন্দেহ হলে ছাত্রজনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি নিজেকে রিকশাচালক পরিচয় দেন। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গুপ্তচরের সন্দেহে মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার পরিচিতজন রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে গুপ্তচর কিনা, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।