
দক্ষিণবঙ্গে ‘সনাতনী হিন্দু বাঁচাও আন্দোলন’-এর শুভসূচনা : সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে দক্ষিণবঙ্গে ‘সনাতনী হিন্দু বাঁচাও আন্দোলন’-এর শুভসূচনা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ঐতিহাসিক মহামানব শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাদারীপুর জেলা ও উপজেলা শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আন্দোলনের ঘোষণা দেন।
এর আগে গত ১২ ডিসেম্বর ‘হিন্দু বাঁচাও আন্দোলন’ শিরোনামে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনের ডাক দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ পাল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস, যুগ্ম মহাসচিব সঞ্জয় ফলিয়া, শুভ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিভা বাকচি, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সুজন গাইন, আইন বিষয়ক সম্পাদক মানস বালা, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, কোষাধ্যক্ষ পল্লব দাস, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী এবং মাদারীপুরের সংখ্যালঘু নেতা ডেভিড বৈদ্য।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, শরীয়তপুর জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বেপারী, সাধারণ সম্পাদক নৃপেন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক গোপাল দত্ত, শরীয়তপুর জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক অনিক মণ্ডল ও সদস্য সচিব রুপম ভাওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন,
“হিন্দু বাঁচাও আন্দোলনের একমাত্র কার্যকর পথ হলো জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ব্যবস্থা। এর মাধ্যমেই হিন্দু সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাদারীপুর জেলা নেতা রাজিব সরকার।