
কোম্পানীগঞ্জে হিন্দু সমাজ কল্যাণ পরিষদের নতুন সাংগঠনিক বিন্যাস: ১৩ অঞ্চলে বিভক্ত করে কমিটি গঠন
জয়ন্ত মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘হিন্দু সমাজ কল্যাণ পরিষদ’-এর সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। পুরো উপজেলাকে ১৩টি সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে এসব অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায়
চরহাজারী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়ন ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই নতুন বিন্যাস করা হয়েছে। ১৩টি অঞ্চলের প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির ঘোষণা:
কেন্দ্রীয় কমিটির সভাপতি - হরিপদ মজুমদার ও সাধারণ সম্পাদক - দেবদুলাল মজুমদার এর উপস্থিতিতে এই আঞ্চলিক কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩ বছর উক্ত পদে থাকবে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, এই নতুন কাঠামোর ফলে উপজেলার প্রতিটি কোণে হিন্দু সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম পৌঁছে যাবে।