
বান্দরবানে শ্রী শ্রী রামঠাকুর সেবা আশ্রমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মসভা অনুষ্ঠিত , পুরোহিত্য করেন শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ।
জয় দাস, নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা আশ্রম-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ ও ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫) তারিখে আয়োজিত হয় মহোৎসব ও ধর্মীয় অনুষ্ঠান।
দুই দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি, পূজা-অর্চনা এবং ধর্মসভা অনুষ্ঠিত হয়। ধর্মসভায় পুরোহিত্য করেন পূজনীয় শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ, যিনি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে মানবিকতা, নৈতিকতা ও ধর্মীয় আদর্শের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রামঠাকুর আশ্রম পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় সাংস্কৃতিক দলের পরিবেশনায় ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।
আয়োজক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন রামঠাকুরের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।