
রাউজানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :
বন্দে পুরুষোত্তমম্ সৎসঙ্গ বাংলাদেশ, রাউজান উপজেলা শাখার উদ্যোগে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব ও সৎসঙ্গ বিহার রাউজানের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ও ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) রাউজানে সাড়ম্বরে এ মহোৎসব পালিত হয়।
উদ্বোধনী দিনে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বন্দে পুরুষোত্তম ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জন্ম মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সঙ্গে সৎসঙ্গ বিহার রাউজানের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ মাঙ্গলিকী অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী কর্মসূচিতে ছিল— স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান, সৎসঙ্গ চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীত ‘প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপমা’, মাঙ্গলিক নহবত ও ঊষা কীর্তন, সমবেত প্রাতঃকালীন বিনতি, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠ, শাস্ত্রীয় শাশ্বত সুর নন্দন, শ্রীশ্রীঠাকুরের বাণী লিখন প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসাসেবার শুভ উদ্বোধন ও রোগীদের মাঝে ফলমূল বিতরণ, মাতৃ সম্মেলন, আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয়তু জননী মা’, ভাণ্ডারায় প্রসাদ বিতরণ, সাধারণ সভা এবং শ্রীশ্রীঠাকুরের দিব্য জীবন ও বাণী বিষয়ক আলোচনা। সমবেত সান্ধ্যকালীন বিনতির পর পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ।
আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুকৃতি সুন্দর মণ্ডল। তিনি তাঁর বক্তব্যে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ, মানবকল্যাণমূলক দর্শন এবং সমাজ গঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-প্রতি ঋত্বিক সাধন চন্দ্র কর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-প্রতি ঋত্বিক রতন কান্তি পালিত ও সুব্রত দাশগুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-প্রতি ঋত্বিক পীযূষ পালিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আহমেদ, জনাব জাফর আহমেদ, লিটন মহাজন (লিটু), অরুণ পালিত (বাসু), বিশ্বজিৎ ধর, ত্রিফল চৌধুরী, টিপু দে, বাপ্পা দাশ, জিকু কুমার দে, শংকর দে সহ সৎসঙ্গের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন তালুকদার, কার্যকরী সভাপতি সুজন সেন (জনি), সাধারণ সম্পাদক লিটন দে, অর্থ সম্পাদক রিমন সরকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় দে সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ মহতী অনুষ্ঠানে রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।